March 14, 2017

বাউল-ফকিরদের হারিয়ে যাওয়া গানের শিকড় ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য

By Aurobinda Dutta
দোহারে বন্দে সুরতাল ছন্দের
আনন্দে বন্দে গুরু মুশিকিনামা
বন্দে ফতিমা বন্দে সরস্বতীমা ।।
                   আসামের শিলচরের সুযোগ্য সন্তান এবং বাউল-ফকিরদের হারিয়ে যাওয়া গানের শিকড় ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যতাঁহার গানে ছিল যেন গ্রাম বাংলার মাটির গন্ধ, ছিল মন ভুলানো গানের শুর এবং আদি বাংলার ছোঁয়া আজ থেকে প্রায় বছর আগে জী বাংলার এক পারিবারিক অনুষ্ঠানে উনার গান আমি প্রথমবার শুনি, কিন্তু সেই দিন গান সুনেই আমি উনার গানের লোভি হয়ে গেছিলাম প্রথম যেদিন গান শুনছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেন চোখ বন্ধ করতেই আমি সুদূর আসামের শিলচরে হয়ে বাংলাদেশের পল্লী গ্রাম, কবি জীবনান্দের বনলতা সেন, ধানশিরি নদীর ধারে বসে গান শুনছি  তারপর বহুবার শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে শেষবার সুনা হুয়েছিল গুয়াহাটিতে মনে হয় আছা যাই হোক কালিকাপ্রসাদ ভট্টাচার্য মৃত্যু  ফলে আমাদের বাংলা গানের যেই মুল পল্লী গানের শিকড় তাহা ধরে রাখার মত এক ব্যক্তিতের  অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়তিনি মুলত সিলেট লোকসংস্কৃতি, বিশেষ করে সিলেট অঞ্চলের বাউল মরমি গানকে তিনি গণমানুষের খুব কাছে নিয়ে এসেছিলেন যেমন লালন আদি

Bengali folk singer Kalikaprasad Bhattacharya childhood
কালিকাপ্রসাদ ভট্টাচার্য (জন্ম: ১৯৬০-৬১ - মৃত্যু: ৭মার্চ ২০১৭) ছিলেন একজন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী লোকসঙ্গীত গবেষক তিনি আসামের শিলচরে জন্মগ্রহণ করেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন করেন তাঁর সঙ্গীতের অনুপ্রেরণা ছিলেন তাঁর কাকা অনন্ত ভট্টাচার্য  ১৯৯৯ সালে, তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহপ্রতিষ্ঠা করেন আসাম তথা উত্তর-পূৰ্ব ভারতের চিলেটি গানবিহুবাউল, কামরূপী‚ ভাওয়াইয়া গান তিনি দেশে-বিদেশে গেয়েছিলেন তিনি বেশ কয়েকটি ছায়াছবির গানেও অবদান রাখেন তাঁর শেষ ছায়াছবির কাজ ছিল ভুবন মাঝি (২০১৭) তিনি ২০১৭এর ৭ই মার্চে হুগলী জেলার গুরাপ গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা যান(জীবনী তথ্য উইকিপিডিয়া) 

তাঁহার ( দোহারের) গাওয়া কয়েকটি কাল জয়ী গান
  • দোহারে বন্দে সুরতাল ছন্দের
  • আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 
  • গাড়ি চলে না চলে না, চলে না রে, গাড়ি চলে না
  • তাকডুম তাকডুম বাজে বাংলাদেশের ঢোল
  • ছেরে দিলে সোনার গৌড় আরতো পাবে না
  • হবিগঞ্জের জালালী কইতর, সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাঙচিল আমি শুন্যে দিলাম উড়া.. শুন্যে দিলাম উড়ারে আমি যাইতে চান্দের চর, ডানা ভাইঙ্গা পড়লাম আমি কোলকাত্তার উপর- তোমরা আমায় চিনোনি..
  • শিব বাবা ভোম ভোম
  • কোথাই পাব তারে

No comments:

Post a Comment